ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। মাদক ব্যবসায়ীকে যেকোন মূল্যে বিচারের সম্মুখিন হতে হবে। যারা মাদকের সাথে সম্পৃক্ত সে যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগরীতে মাদকের কোন আখড়া থাকতে পারবে না। আমরা যেকোন মূল্যে রাজধানী থেকে মাদক নির্মূল করব। আসুন আমরা হাতে-হাত, কাঁধে-কাঁধ রেখে এই ভয়াবহ মাদক ক্যান্সারকে নির্মূল করি। গতকাল রোববার ডিএমপি’র ওয়ারী ও লালবাগ বিভাগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ঈদবস্ত্র উপহার দেন ডিএমপির কর্মকর্তারা। এসময় মোট দুই হাজার আটশত পিস (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) ঈদবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ও লালবাগ বিভাগ ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ঈদবস্ত্র নিতে আসা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দুঃস্থ ও অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। অপরাধ দমনের পাশাপাশি মানবিক দিক থেকে ডিএমপি আপনাদের পাশে থাকার চেষ্টা করে। যেকোন দুর্যোগে ও ক্রান্তিকালে ডিএমপি’র সদস্যরা আপনাদের পাশে থাকে। আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতিবছর ঈদ ও শীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমরা নির্ঘুম রাত কাটিয়ে আপনাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন