মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ট্যারিফ কমিশন আইনের সংশোধনী পরীক্ষা-নিরীক্ষায় কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ২:৪২ পিএম
‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়া পরীক্ষা-নিরীক্ষায় একটি কমিটি করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৪ জুন) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আইন সংশোধনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়েছিলো।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই ইস্যুতে বিস্তারিত আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করা হয়। কমিটির প্রধান হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব।
কমিটিতে অর্থ ও বাণিজ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শিল্প সচিবকে রাখা হয়েছে। সাচিবিক দায়িত্ব পালন করবেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন