বিদেশে গ্রাহকদের অবকাশকালীন ভ্রমণে রোমিং-এর সুবিধা আরও উপভোগ্য করার লক্ষ্যে অনলাইন ভ্রমণ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গো জায়ান এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক। চুক্তির ফলে বাংলালিংকের রোমিং গ্রাহকরা গো জায়ানের হলিডে প্যাকেজগুলিতে ৩ হাজার টাকা ছাড়ের পাশাপাশি মাত্র ২ হাজার টাকার সিকিউরিটি ডিপোজিটে রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে গ্রাহকরা সিকিউরিটি ডিপোজিটে(এসডি) পাবেন শতভাগ ছাড়। এছাড়া শীর্ষ ২৫টি ছুটির গন্তব্যস্থলে গ্রাহকরা পাবেন বিশেষ রোমিং রেটের সুবিধা। প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকরাই রোমিং কভারেজের উপর ভিত্তিতে অফারটি উপভোগ করতে পারবেন। এসময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোর প্রোডাক্টস, আইআর এ্যান্ড ভ্যাস ডিরেক্টর আব্দুল্লাহ ফয়েজ, পার্টনারশিপ এ্যান্ড লয়্যালটি সিনিয়র এক্সিকিউটিভ সালমান নুসরাত, ইন্টারন্যাশনাল রোমিং সিনিয়র এক্সিকিউটিভ মো. মুসাব্বির শাহাদ ও কর্পোরেট কম্যুনিকেশনস সিনিয়ার ম্যানেজার আংকিত সুরেকা । গো জায়ান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও রিদওয়ান হাফিজ ও হেড অফ অপারেশনস হাসনাইন রফিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন