অর্থনৈতিক রিপোর্টার : ১৯৭১ সালে মাত্র ৪ হাজার ৯৮৫ কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এখন অনেক দূর এগিয়েছে। এর ধারাবাহিকতায় স্বাধীনতার ৪৭ বছরের ব্যবধানে ৫৯১ গুণ বড় বাজেট নিয়ে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে ওই বাজেট দিয়েছিলেন মরহুম তাজউদ্দীন আহমদ। পরের দুটি বাজেটও দিয়েছিলেন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন। ৪৬ বছর পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ৪৭তম যে বাজেট দিচ্ছেন তার আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এ হিসাবে এই সময়ে বাজেটের আকার বাড়েছে ৫৯১ গুণ বেশি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন