সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল (রোববার) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে  দেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন ড. আব্দুস সোবহান গোলাপ ও মোল্লা মো: আবু কাউছার।
বিএনপির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
আবুল খায়ের ভূইয়া সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা  বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছাবার্তা ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন