জমজমাট আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ‘ভিম প্রেজেন্টস কুকআপস নাইট বাজার।’ দেশের সর্ববৃহৎ ডিশওয়্যাশ ব্র্যান্ড ভিম (ইউনিলিভার বাংলাদেশ) ও সবচেয়ে বড় হোমমেইড অনলাইন ফুড মার্কেট প্লেস কুকআপস’র যৌথ এ আয়োজনে ঘরে তৈরি ইফতার, রাতের খাবার, সেহরির পাশাপাশি ঈদ সাজ-পোশাক, গৃহসজ্জা সামগ্রীও প্রদর্শণ করা হয়। ভিম’র ব্র্যান্ড ম্যানেজার নুসরাত খন্দকার বলেন, আমাদের দেশের নারীদের দিনের একটা উল্লেখযোগ্য সময় (১ ঘণ্টা ৪৫ মিনিট) থালা-বাসন ধোয়ার কাজে ব্যয় হয়। ছাঁই ও সাবান ব্যবহারের কারণে এই সময়টা আরো বেশি লাগে যা ভিম লিকুইড ব্যবহার করলে কমে যায় কারণ ভিম লিকুইড সব থেকে দ্রুত সময়ে থালা-বাসন পরিষ্কার করে। এই বেঁচে যাওয়া সময় তারা তাদের স্বপ্ন পূরণের জন্য কাজে লাগিয়ে নিজের বর্তমান অবস্থা উন্নতির পাশাপাশি সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। ‘ভিম প্রেজেন্টস কুকআপস নাইট বাজার’ মূলত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য একটি আয়োজন যেখানে তারা তাদের সৃষ্টিশীল কাজ তুলে ধরতে পারে এবং বাকীরা তাদের দেখে অনুপ্রাণিত হতে পারে। কুকআপস’র সিইও নামিরা হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের রাতের বাজারের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা গত বছর থেকে এ আয়োজন করছি। গৃহিনীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের স্বপ্নপূরণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান তৈরি করতে সহযোগিতা করার এই প্রচেষ্টায় ভিম’কে অংশীদার হিসাবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এখানে কুকআপসে নিবন্ধিতদের রান্না করা মজাদার খাবারের পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, গয়না, ঘর সাজানোর আনুষাঙ্গিক জিনিসপত্রসহ আকর্ষণীয় পণ্য সামগ্রী তুলে ধরা হয়েছে। নাইট বাজারে ফুটলুজ বিডি, সোপারস্টার, অরণ্য, মুচি, মুজে, স্টেভ ক্লদিং, লংস্প্রিং, হুলো ক্রাফট, ক্রাফ্টজ, পারমিডাডটকম, শস্যপ্রবর্তনা, খাস ফুড, হোম জাঙ্কশন, বি’স ক্লোসেট, দ্য এ্যাটায়ার এ্যাফেয়ার, ম্যাকু, কাজলী কন্ঠ, জাঙ্ক আর্ট, বুক মাই লুক, বাংলা হাট, কুকআপসসহ প্রায় ২৫ টি প্রতিষ্ঠান অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন