ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ জুন) সকালে জেলার দনহারা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১৭ জনের মৃত্যু এবং ৩৫জন আহত হন।
বাসচালকসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনায় যাত্রীদের মুত্যুতে সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদন প্রকাশ করেন। এছাড়াও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন