বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

হজ যাত্রীদের সেরা রোমিং সেবা দিতে ইসলামী ব্যাংক ও রবি’র সমঝোতা

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

হজ যাত্রীদের সেরা আন্তর্জাতিক রোমিং সেবা দিতে রবি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ (আইবিবিএল) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। গত ১১ জুন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মোহাম্মাদ মনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এবং রবি’র হেড অফ এন্টারপ্রাইজ বিজনেস আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায়, ইসলামী ব্যাংক ও রবি যৌথভাবে সৌদি আরব ভ্রমণকালে হজ যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যের সেরা রোমিং সেবা প্রদান করবে। পবিত্র স্থান গুলোতে ভ্রমণের সময় আকর্ষণীয় আন্তর্জাতিক রোমিং পণ্য ও সেবা চালু করতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করবে রবি ও আইবিবিএল। আইবিবিএল হজ যাত্রীদের জন্য রবি’র রোমিং সেবা দিতে হজ কার্ড এবং অন্যান্য আন্তর্জাতিক কার্ডও প্রদান করবে। অনুষ্ঠানে আইবিবিএল’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দিন এবং রবি’র মার্কেট অপারেশন্সের জেনারেল ম্যানেজার মানিক লাল দাস ও এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন