স্টাফ রিপোর্টার : গত ভালোবাসা দিবসে ফয়সাল রাব্বিকীনের কথায় সিএমভি থেকে প্রকাশ হয়েছিলো আরফিন রুমির তিনটি গান নিয়ে একক অ্যালবাম ‘তোমারই নামে’। এ আলবামে পড়শী ও সেনিজের সঙ্গে দুটি দ্বৈত গান ছাড়াও একটি একক গানে কণ্ঠ দেন তিনি। এদিকে রুমি ভক্তদের জন্য নতুন খবর হলো এবার পহেলা বৈশাখে এ অ্যালবাম থেকে নিজের গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। গানটির নাম ‘তুমি ছাড়া’। রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রুমি। অডিওতে এ গানটির সাড়া ছিলো বেশ ভালো। এ কারণেই গানটির ভিডিও করেছেন রুমি। সিলেটের বিভিন্ন মনোরম স্থানে এ গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল। আগামীকাল গানটি প্রকাশ করা হবে ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে। এ বিষয়ে আরফিন রুমি বলেন, সর্বশেষ আমার ‘প্রাণ বন্ধুয়া’ গানের মিউজিক ভিডিওটি পছন্দ করেছেন সবাই। এর পর পরই ‘তোমারই নামে’ অ্যালবামের সাড়াও অনেক ভালো মিলেছে। সে কারণেই এ অ্যালবাম থেকে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটির ভিডিও করলাম। সিলেটের বিভিন্ন স্থানে গানটির শুটিং করেছি। সব মিলিয়ে বেশ ভালো একটা কিছু হতে যাচ্ছে। আশা করছি ভালো লাগবে সবার। উল্লেখ্য, আরফিন রুমি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন আরও বেশ কিছু অডিও অ্যালবাম ও চলচ্চিত্রের গানের কাজ নিয়ে। পাশাপাশি তিনি টিভি লাইভ ও স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন