কর্পোরেট রিপোর্টার : শেষ হল আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০১৬। রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এ মেলা শুরু হয় শুক্রবার। পহেলা বৈশাখকে সামনে রেখে বিশেষ ছাড়ে ভ্রমণ প্যাকেজ নিয়ে জমে উঠেছিল মেলা। ট্যুর অপারেটররা জানান, বিভিন্ন প্যাকেজে ৫০ শতাংশ মূল্যছাড় দেয়া হয়েছিল। প্রায় তিন শ’রও বেশি প্যাকেজ ছিল। মেলা উপলক্ষে উপলক্ষ্যে ট্যুর অপারেটররা দেশ ও দেশের বাইরে বিমান ভ্রমণের ওপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছিল। দর্শকদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। ভ্রমণপ্রিয় পর্যটকদের কেউ কেউ এসেছিলেন এককভাবে। আবার কেউ কেউ এসেছিলেন পরিবার-পরিজন নিয়ে। ছিল মেলার শেষ দিনে র্যাফল ড্র বিজয়ীদের জন্য বিদেশের বিভিন্ন গন্তব্যর এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ, ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করেছিল। ছিল ২৫ শতাংশ কম ভাড়ায় বিভিন্ন রুটে বিমান ভ্রমণের অফার, হোটেল-মোটেলগুলোতেও প্রায় ৫০ শতাংশের মতো ছাড়ের পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ দেয়া হয়। মাত্র ৫০ হাজার টাকায় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণের অফারও দেয়া হয়েছে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন