শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সীতাকুÐে সাগরে নেমে নিখোঁজ ২ কলেজছাত্র : উদ্ধার ৭ জন

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুÐ উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে গোসল করতে নেমে সাগরে ভেসে গেছে ৯ কলেজ ছাত্র। তাদের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হলেও ২ জনের কোন সন্ধান মেলেনি। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ওই ৯ কলেজ শিক্ষার্থীকে গোসল করতে সাগরে নামে। এসময় ২ জন সাগরে তলিয়ে যায়। তারা হলো- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মোঃ খোকনের পুত্র ইমন (১৭) ও টঙ্গী এলাকার মোঃ রাজ (১৭)। উদ্ধার ৭ জনের মধ্যে অচেতন অবস্থায় সজীব, আরিফ ও আসাদ নামে ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। রাত ৮টায় ঘটনাস্থল থেকে সীতাকুÐ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ওয়াসি আজাদ দৈনিক ইনকিলাবকে বলেন, নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চলছে। তবে এখনো তাদের সন্ধান মেলেনি। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের একটি কলেজের ৯ জন শিক্ষার্থী সীতাকুÐে বেড়াতে আসে। তারা সীতাকুÐ পৌর সদরের সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে উঠেছিল। বিকেলে তারা গোসল করতে সাগরে নামে। এ সময় প্রবল স্রোতের টানে ৯ জনই ভেসে যায়। স্থানীয়রা ৭ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৩ জনকে অচেতন অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা সীতাকুÐ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন