শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির বর্ষবরণে যোগ দেবেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রতিবছরের মতো এবারো বর্ষবরণের আয়োজন করেছে বিএনপি। দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। দলীয় সূত্র জানিয়েছে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানের ওই অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
জাসাস সভাপতি এম এ মালেক ইনকিলাবকে জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ব্যাপারে অনুমতি চেয়ে ডিএমপির কাছে আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি। আজকালের মধ্যে অনুমতি মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন