আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বানোয়াট ও আজগুবি অভিযোগ করে জনগণকে অসম্মান করেছে বিএনপি।
গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল গাজীপুরের নির্বাচনে প্রার্থীদের মাঝে সম্প্রীতি ছিল। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। কিন্তু সেখানে ভোট ডাকাতির উৎসব অভিহিত করে বিএনপি প্রকারান্তরে গাজীপুরের জনগণের অধিকার, গণতান্ত্রিক রীতিনীতির প্রতি চরম অসম্মান করেছে।’
বিএনপি নেতারা মিথ্যা, বানোয়াট ও আজগুবি অভিযোগ আবিষ্কার করতে মরিয়া মন্তব্য সেতুমন্ত্রী বলেন, বিএনপির নালিশ গাজীপুরের জনগণ গ্রহণ করেনি। বাংলাদেশের জনগণও গ্রহণ করেনি। অচিরেই তারা বিদেশিদের কাছে ধরনা দেবে নালিশ করার জন্য। শুনেছি, তারা আদালতকে গণশুনানি করার আহ্বান জানিয়েছেন। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। গাজীপুরের রায়কে প্রত্যাখ্যান করে বিএনপি জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।
জয়ের বিষয়ে কাদের বলেন, অনেক বড় জয় হয়েছে। এ নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আশা করছি, উন্নয়ন সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনেও নৌকায় আস্থা রাখবে ভোটাররা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গাজীপুরের নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করেছে নেতিবাচক রাজনীতির দিন শেষ, সাম্প্রদায়িক রাজনীতির দিন শেষ, বোমাবাজি-লুটপাটের রাজনীতির দিন শেষ।
গাজীপুরবাসী আহসানউল্লা মাস্টারের হত্যাকারীদের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ক্লিন ইমেজের প্রার্থী দেওয়ায় আওয়ামী লীগ আগেই অর্ধেক এগিয়ে ছিল দাবি করে তিনি বলেন, ক্লিন ইমেজের প্রার্থী দেওয়ায় আমরা প্রাথমিকভাবে নির্বাচনে এগিয়ে ছিলাম। জাহাঙ্গীর আলমের সঙ্গে বিএনপি প্রার্থী মিলিয়ে দেখুন।
এ সময় বিএনপি নৌকার ব্যাজ লাগিয়ে ভোট-সন্ত্রাস করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা বরাবরের মতো পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তা জাতির সামনে প্রকাশ পাওয়ার পরও তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এত কিছুর পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হবে কি না?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন