শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গাজীপুর সিটি নির্বাচনের অনিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন -বার্নিকাট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:৫৩ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো ও অনিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বার্নিকাট বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ ছিল না।
তিনি বলেন, ভোটারদেরকে ভয়ভীতি দেখানো, বিরোধীদলের পোলিং এজেন্টদের হয়রানি ও ভোটগ্রহণে অনিয়মের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকার দেখতে চায় যুক্তরাষ্ট্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
২৮ জুন, ২০১৮, ২:১৩ পিএম says : 0
Palestinian a America ja kortaca tatay amrao udbigno
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ২৮ জুন, ২০১৮, ১০:০৩ পিএম says : 0
আমি জানিনা মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলার আগে তিনি যা বললেন এটাকে জাচাই বাছাই করে নিশ্চিত হয়ে বললেন কিনা?? এখানে দুটা দল এরা একে অপরের বিপক্ষে একের পর এক অভিযোগ করে আসছে সেসবই নজরে নেয়া প্রয়োজন তারপর কথা বলা দরকার। রাষ্ট্রদূতরা সাধারনত রাজনীতিবিদদের মত হালকা কথা বলেন না এটাই সত্য। আবার কাওকে খুশি করার জন্যে এনাদেরকে কিছুটা মিছা কথাও বলতে শুনা যায়, তবে সেই কথার উপর ওনারা পরবর্তীতে কোন পদক্ষেপ নেননা এটাই আমি দেখে আসছি। এখানে তিনি কোনভাবে কথা বলেছেন এটা এই মুহূর্তে বলা কঠিন এটাই সত্য।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন