রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল নাসের জানজুয়া পদত্যাগ করছেন। কেয়ারটেকার সরকারের সঙ্গে মতবিরোধ দেখা দেয়ায় বুধবার তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাসিরুল মুলক এনএসএ’র পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১৫ সালের ২৩ অক্টোবর সারতাজ আজিজের জায়গায় এনএসএ হিসেবে জানজুয়াকে নিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতীয় নিরাপত্তা কমিটি চাঙ্গা করার প্রচেষ্টায় প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে নিয়োগ দেয়া হয়। আজিজের আড়াই বছর মেয়াদকালে মাত্র চারবার বৈঠক করে নিরাপত্তা কমিটি। সে সময় একজন নতুন এনএসএ নিয়োগ দিতে সরকারের উপর সেনাবহিনী চাপ সৃষ্টি করেছিলো বলেও জানা যায়। এই পদে জানজুয়া ছিলেন দ্বিতীয় সেনা কর্মকর্তা। তার আগে পিপিপি সরকারের আমলে মে. জেনারেল মেহমুদ দুররানি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের আগে জানজুয়া ছিলেন সাউদার্ন কমান্ড কোয়েটার কমান্ডার। সাউথ এশিয়ান মনিটর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন