কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজমের উপপরিদর্শক (এসআই) সজীবুজ্জামান কোটা আন্দোলনের নেতা রাশেদ খানকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন বলে জানিয়েছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান।
আনিসুর রহমান আরো জানান, কিছুক্ষণের মধ্যেই ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে এ মামলার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে, এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য করেছেন গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক।
গতকাল শাহবাগ থানায় কোটা আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়।
মামলার নথিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী
শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন, যা প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়াধীন। এরপরও গত ২৭ জুন রাশেদ খান ‘কোটা সংস্কার চাই’ নামে একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন।
গতকাল রোববার রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের ভাসানটেক বাজারের মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে রাশেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন