বাংলা নববর্ষ ১৪২৩-এর বিশেষ আয়োজন বার্জার রঙে রঙিন বৈশাখ শীর্ষক আলপনা উৎসবের মোড়ক উন্মোচিত হয়েছে ঢাকার মানিক মিয়া এভিনিউতে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ হতে রূপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক; এ কে এম সাদেক নেওয়াজ, জি এম মার্কেটিং; আয়োজক এশিয়াটিক-এর পক্ষ হতে আলী যাকের, চেয়ারম্যান এবং সিইও এশিয়াটিক থ্রিসিক্সটি; ফারূক আহমেদ, জি এম এশিয়াটিক ইএক্সপি এবং প্রখ্যাত চিত্রকর মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এশিয়াটিক ইএক্সপি আয়োজিত বার্জার রঙে রঙিন বৈশাখ শীর্ষক আলপনা উৎসবটি ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে গতকাল রাত ১০টায় উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। পহেলা বৈশাখকে সামনে রেখে রাজপথে আলপনা অংকন ১৩ এপ্রিল রাত ১১টা থেকে শুরু হয়ে সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা শিল্পীবর্গ এবং রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অংকন শিল্পী ও সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে আজ ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলবে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন