মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে তার পরিবার সহ বিদেশে থাকার প্রস্তাব দেওয়া হলেও কারাগার থেকে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তবে মুরসির পরিবার অভিযোগ করেছে তাকে কোথায় কোন কারাগারে আটক করে রাখা হয়েছে তারা তা জানেন না। ২০১৩ সালের ৩ জুলাই প্রেসিডেন্ট মুরসিকে আটক করে মিসরের সামরিক জান্তা। মুরসির পুত্র আব্দুল্লাহ আল-জাজিরাকে বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট হলেও তার বাবাকে এখনো আটক করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট মুরসির ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তিনি তা নাকচ করে আসছেন। মিসরের বর্তমান স্বৈরশাসককে মেনে নেয়ার জন্যে মুরসিকে বলা হচ্ছে। মিডিল ইস্ট মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন