অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি চাকুরিতে নিয়োগ প্রাপ্তদের ৭৫ শতাংশই মেধার ভিত্তিতে নির্বাচিত হচ্ছে। গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আইআইডি ও কানাডিয় হাই কমিশনের উদ্যোগে বাজেট কর্মসংস্থান বিষয়ে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বেশিরভাগ সময় কোটা থেকে লোক পাওয়া যায় না। তখন মেধা তালিকা থেকেই নিয়োগ দেওয়া হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, সেই পরিমাণ কর্মসংস্থান হচ্ছে না। বিষয়টিকে সমস্যা হিসেবে চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
চলতি বছর থেকে বাজেট বাস্তবায়নে কোনো দীর্ঘসূত্রিতা থাকবে না বলেও জানান মুহিত। এখন থেকে সংশ্লিষ্ট প্রকল্প, পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন