শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢাবি শিক্ষার্থী তারিকুল আটকের প্রতিবাদে মানববন্ধন

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১:১৮ পিএম

কোটা সংস্কার আন্দোলনের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী তারিকুল আদনানকে আটকের প্রতিবাদে এবং সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। আইন অনুষদের ডাকা এ মানবন্ধনে যোগদান করেছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও। আজ সোমবার ঢাবি আইন অনুষদের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তারের পর তারিকুল আদনানকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে এখনও মুক্তি দেয়া হয়নি। তার আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আইন অনুষদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি এ মানববন্ধন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদর বিচারের দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন