ইবনে ইসহাক বলেন, মুসলমানরা জাজাম গোত্রের ছালাছেল নামের একটি জলাশয়ের পাশে অবতরণ করেন। তাই এ অভিযানের নাম করা হয় যাতে-ছালাছেল।
ছারিয়্যা খাজারাহ : অষ্টম হিজরীর শাবান মাস। এ অভিযানের কারণ ছিলো এই যে, নজদের অভ্যন্তরে মুহারিব গোত্রের এলাকায় খাজারাহ নামের জায়গায় বনু গাতফান গোত্র সৈন্য সমাবেশ করছিলো। এদের দমন করতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পনেরজন সাহাবীকে হযরত আবু ওবায়দার নেতৃত্বে প্রেরণ করেন।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন