মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অবহেলায় শ্রমিক লীগ নেতার মৃত্যুর অভিযোগ রামেকে ডাক্তারকে মারপিট হাসপাতাল ভাঙচুর

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : চিকিৎসকের অবহেলায় শ্রমিক লীগ নেতার মৃত্যুর অভিযোগ তুলে গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইর্ন্টানি ডাক্তারকে মারপিট করেছে রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালে ভাঙচুরও চালায় তারা। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হাসপাতালে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বন্ধ হয়ে যায় হাসপাতালের চিকিৎসা সেবা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন নগরীর টিকাপাড়া মহল্লার বাসিন্দা ও সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখায় কর্মকর্তা সিবিএ নেতা এবং মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন খানের মৃত্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। চিকিৎসকের অবহেলায় মোশাররফ হোসেন মারা গেছেন এই অভিযোগ তুলে রোগীর স্বজনরা দুই নম্বর ওয়াডে কর্মরত ইন্টার্নি চিকিৎসকদের ওপর হামলা করে। এ সময় হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করা হয়। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। হামলার ঘটনার পরে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা ফেলে জরুরি বিভাগের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারাও জরুরি বিভাগে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে, রোগীর স্বজনরা এ সময় মারমুখী আচরণ করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশের সঙ্গে রোগীর স্বজনদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মোশাররফকে গত ৮ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মহানগরীর জমজম ক্লিনিকে তার কিডনির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইন্টার্ন চিকিৎসকদের মারপিট করার পরে তারা চিকিৎসাসেবা বন্ধ করে বেলা সোয়া ২টার দিকে জরুরি বিভাগের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন