শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীনের শিল্পপার্কে বিস্ফোরণ, নিহত ১৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০২ পিএম

চীনের সিচুয়ান প্রদেশের একটি শিল্পপার্কে বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

জিয়াংআন অঞ্চলের কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইবিন গেংদা টেকনোলজির মালিকানাধীন রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন শুক্রবার ভোরে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। বিস্ফোরণ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইবিন হেংদা কোম্পানি খাদ্য ও ফার্মাসিউটিক্যালস শিল্পের জন্য রাসায়নিক উৎপাদন করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কারখানার তিনতলা ভবনটি বিস্ফোরণের পর ধসে যায় এবং এতে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন