মানব শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ বিক্রির দায়ে ৩৭ জনকে শাস্তি দিয়েছে মিসরের একটি আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, তাদের প্রত্যেককে ৩ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদÐ দেওয়া হয়েছে। এছাড়া বিচার শেষ হওয়ার আগেই একজন আসামি মারা গেছেন। মিসরের আইন অনুযায়ী, দÐপ্রাপ্তরা আগামী ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। কায়রোর ফৌজদারি আদালতের এই রায়ে, তিনজনকে খালাসও দেওয়া হয়। আসামিদের মধ্যে চিকিৎসক, নার্স ও দালাল রয়েছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন