শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে ফকিরহাট এলাকায় একটি খাবারের হোটেলে কাজ করে।
ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সোমবার সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করলে স্থানীয়দের সহযোগিতায় শহিদুল ইসলামকে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন