শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাপানে আবার ৭মাত্রার ভূমিকম্প

সুনামি সর্তকতা জারি আবার প্রত্যাহার

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ৭ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে সুনামি সর্তকতা জারি করে পরে প্রত্যাহার করা হয়েছে। ইউএসজিএস জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় কুমামাতো ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৭ কিলোমিটার।
এদিকে ভূমিকম্পের পর কেন্দ্রস্থল কুমামতোর পূর্বের উপকূলে সুনামি সর্তকর্তা জারি করা হয় এবং পরে প্রত্যাহার করে নেয়া হয়েছে। সুনামি সতর্কতা জারি করে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একই সঙ্গে কাউশু দ্বীপেও সুনামি সতর্কতা জারি করা হয়। এখানে বৃহস্পতিবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অনেক লোক আহত হয়।
জাপানে লাগাতার ভূমিকম্পের সর্বশেষ শক্তিশালী এ ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে। ভূমিকম্পের পর ওই এলাকায় বিদু্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার দেশটির তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে ছয়টি পৃথক ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৬.৪। ওই ভূমিকম্পে শেষ খবর পর্যন্ত ৯ জনের প্রাণহানি ও অন্তত সাতশ’ মানুষ আহত হন। বিধ্বস্ত হয় অনেক বাড়িঘর। এতে চাপা পড়েন অনেকে। সূত্র : দি টেলিগ্রাফ, সিএনএন ও রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন