শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

নিম্নমুখী প্রবণতায় স্বর্ণের বাজার

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বর্ণের। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাঙ্গাভাব এবং ডলারের ঊর্ধ্বমুখিতায় টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী প্রবণতায় ছিল মূল্যবান ধাতুটির বাজার। পণ্যটির দরপতনের ধারাবাহিকতায় এদিন একই সঙ্গে দাম কমেছে রুপা ও প্লাটিনামের। অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারে এদিন দাম বেড়েছে শুধু প্যালাডিয়ামের। খবর মার্কেট ওয়াচ। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (নিমেক্স) এদিন স্বর্ণের দাম কমেছে আউন্সে ২১ ডলার ৮০ সেন্ট। বৃহস্পতিবার দিনশেষে পণ্যটির বাজার স্থির হয়েছে প্রতি আউন্স ১ হাজার ২২৬ ডলার ৫০ সেন্টে। দিনব্যাপী লেনদেনে পণ্যটির মোট দরপতনের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশে। একদিনে দরবৃদ্ধি বা হ্রাসের হিসাবে পণ্যটির এদিনের মূল্য পরিবর্তনের হার ছিল ২৩ মার্চের পর সর্বোচ্চ। ওই দিন ধাতুটির দাম কমেছিল ২ শতাংশ। চলতি সপ্তাহে এখন পর্যন্ত পণ্যটির মোট দরপতনের হার ১ দশমিক ৪ শতাংশ। আগের দিন ১ শতাংশ হ্রাস পেয়ে স্বর্ণের বাজার স্থির হয়েছিল প্রতি আউন্স ১ হাজার ২৪৮ ডলার ৩০ সেন্টে। অন্যদিকে কোমেক্সে এদিন মে মাসে সরবরাহের চুক্তিতে রুপার দাম কমেছে আউন্সে ১৫ সেন্ট। আগের দিনের চেয়ে দশমিক ৯ শতাংশ কমে বৃহস্পতিবার পণ্যটির মূল্য স্থির হয় প্রতি আউন্স ১৬ ডলার ১৭ সেন্টে। এর আগে বুধবার পণ্যটির দাম বেড়েছিল আউন্সে ১০ সেন্ট বা দশমিক ৬ শতাংশ। ওইদিন এখানে মূল্যবান ধাতুটির সর্বশেষ বিক্রয়মূল্য দাঁড়িয়েছিল প্রতি আউন্স ১৬ ডলার ৩২ সেন্টে। মূল্যবান ধাতুবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বর্ণে বিনিয়োগ উপদেষ্টা প্রতিষ্ঠান কিটকো ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম উইকঅফ বলেন, আন্তর্জাতিক মুদ্রাবাজারে টানা দুইদিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে ডলারের বিনিময় হার, যার ধারাবাহিকতায় মূল্যবান ধাতুর দাম রয়েছে পড়তির দিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন