কর্পোরেট রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সরকারি বেতন সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন স্থগিত করার প্রস্তাব দিয়েছে। কোম্পানির প্রস্তাব প্রত্যাখ্যান করে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে শ্রমিক ইউনিয়নের প্রধান জানিয়েছেন। খবর অ্যারাবিয়ান বিজনেস। দেশটির তেল খাতের মুখপাত্র শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ জানান, কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) ও এর অধীনস্থ কোম্পানিগুলো বেতন কাঠামো ঢেলে সাজানোর সরকারি পরিকল্পনার বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি শ্রমিক ইউনিয়নকে সঙ্গে নিয়ে একটি যৌথ কমিটির মাধ্যমে সমঝোতা করার কথা চিন্তা করছে। এদিকে কাতারের শ্রমিক ইউনিয়ন তেল ও পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স কনফেডারেশনের প্রধান সাইফ আল-কাহতানি কোম্পানির আলাপচারিতাকে সময়ক্ষেপণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিবৃতিতে বেতন সংস্কারের বাস্তবায়ন স্থগিত করার কথা বলেছে কেপিসি। কিন্তু ইউনিয়নের পক্ষ থেকে এ সিদ্ধান্ত বাতিল করার দাবি জানানো হয়েছে। ধর্মঘট যথা সময়ে পালন করা হবে বলে জানিয়েছেন কাহতানি। তবে ধর্মঘটের সময়সীমা নিয়ে ইউনিয়নের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোর কয়েক হাজার শ্রমিক এ ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সরকারের বেতন কাঠামো সংস্কারের কারণে দেশটির এ খাতের শ্রমিকদের বেতন ও অন্যান্য সুবিধা কমে যাবে বলে শ্রমিকরা মনে করছেন। কেপিসির অধীনস্ত কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানিসহ (কেএনপিসি) পাঁচটি কোম্পানির শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের কারণে উৎপাদন ও রফতানি ব্যাহত হবে না বলে জানিয়েছে কোম্পানিগুলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন