মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ২:৫৯ পিএম

আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্রদের নিঃশর্তে মুক্তি, হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করেন।

এছাড়া জাবিতে সর্বমোট ১৩টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বলে খবর পাওয়া গেছে। এ সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আন্দোলনকারী ছাত্রীকে ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে ধর্ষণের হুমকি দেয়ার ঘটনায় ফুঁসে ওঠেছে শিক্ষার্থীরা।

এ ঘটনার বিচার দাবি করে স্বতঃফূর্তভাবে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের এমন অছাত্র সুলভ আচরণ পরিহার করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন