শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফ্লোরিডায় বাঘের আক্রমণে চিড়িয়াখানার কিপারের মৃত্যু

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শুক্রবার একটি বাঘের আক্রমণে চিড়িয়াখানার একজন কিপার মারা গেছেন। ওই নারী কিপার দর্শকদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার কর্মকর্তা ও গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। চিড়িয়াখানার নারী মুখপাত্র ন্যাকি কার্টার বলেন, ওই নারী কিপারের নাম স্ট্যাসি কোনউইসার (৩৮)। তিনি পাম বিচ জু চিড়িয়াখানার প্রধান রক্ষক ছিলেন। সিএনএন এর শাখা ডব্লিউবিএফ জানিয়েছে, পুরুষ বাঘটি কোনউইসারকে আক্রমণ করে। তিনি তিন বছর ধরে এই চিড়িয়াখানায় কাজ করছিলেন। চিড়িয়াখানাটি নাইট হাউসে অবস্থিত। এলাকাটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে ৭০০ পশু রয়েছে। পশুগুলোকে ফ্লোরিডা, উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়া ও মাদাগাস্কার থেকে আনা হয়েছে। প্রতিবছর এখানে ৩ লাখ ১৪ হাজার লোক পশু দেখতে আসে। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন