ইনকিলাব ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শুক্রবার একটি বাঘের আক্রমণে চিড়িয়াখানার একজন কিপার মারা গেছেন। ওই নারী কিপার দর্শকদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার কর্মকর্তা ও গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। চিড়িয়াখানার নারী মুখপাত্র ন্যাকি কার্টার বলেন, ওই নারী কিপারের নাম স্ট্যাসি কোনউইসার (৩৮)। তিনি পাম বিচ জু চিড়িয়াখানার প্রধান রক্ষক ছিলেন। সিএনএন এর শাখা ডব্লিউবিএফ জানিয়েছে, পুরুষ বাঘটি কোনউইসারকে আক্রমণ করে। তিনি তিন বছর ধরে এই চিড়িয়াখানায় কাজ করছিলেন। চিড়িয়াখানাটি নাইট হাউসে অবস্থিত। এলাকাটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে ৭০০ পশু রয়েছে। পশুগুলোকে ফ্লোরিডা, উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়া ও মাদাগাস্কার থেকে আনা হয়েছে। প্রতিবছর এখানে ৩ লাখ ১৪ হাজার লোক পশু দেখতে আসে। সূত্র : এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন