বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘সুচিকিৎসা ও মুক্তির’ দাবিতে আজ ঢাকার নয়া পল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ বিকাল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। আমরা পুলিশের মৌখিক অনুমতি পেয়েছি। আশা করছি লিখিত অনুমতিও পেয়ে যাব। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনধি দল গতকাল (বৃহস্পতিবার) দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলেন। তিনিই মৌখিক অনুমতির কথা বলেছেন। সমাবেশে সকল প্রস্তুতি আমরা আগে থেকে নিয়ে রেখেছি। সকল অঙ্গসংগঠনেরও অনুরূপ প্রস্তুতি আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে বিক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। মহানগর পুলিশ কমিশনারের কাছে যে প্রতিনিধি দল গিয়েছিলেন সেই দলে তিনিও ছিলেন। দুপুরে ডিএমপির কার্যালয় থেকে বেরিয়ে আব্দুস সালাম আজাদ জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মস‚চি পালনের অনুমতি পেয়েছেন তারা। অনুমতির জন্য সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।
গত ১৫ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবি এবং পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টায় দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মস‚চির ঘোষণা দেন। এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মস‚চির ডাক দেয় বিএনপি। কিন্তু নিরাপত্তার কথা বলে দলটিকে বিক্ষোভ কর্মস‚চির অনুমতি দেওয়া হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন