শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পদ্মা সেতুর কাজের সামগ্রিক অগ্রগতি ৩৩ শতাংশ-ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজের সামগ্রীক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ। ইতোমধ্যে ৯টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমে ও সমান গতিতে কাজ এগিয়ে যাবে পাশাপাশি মে মাস থেকে কাজের গতি আরও বৃদ্ধি পাবে। অনেক কাজই বেইজিং এ সম্পন্ন হচ্ছে। পদ্মা সেতু নিয়ে এখন আর হতাশার কোন কারণ নেই।
তিনি গতকাল সকালে পদ্মা সেতু প্রকল্পের সাভির্স এরিয়া ১ এর সভা কক্ষে সাংবাদিক সাথে মত বিনিময় কালে এ সব কথা বলেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্পপরিচালক শফিকুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, পিএসসি বিগ্রেডিয়ার জেনারেল হামিদুল হক, ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোমেন লি. এর পরিচালক আবিদ হাবিব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন