শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মির্জাপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ র‌্যালি, কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়্ েস্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। পরে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা উলামা লীগের সভাপতি ক্বারী ইকরাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব মাহমুদ উজ্জল, মাহফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন, মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুব আলম সবুজ, যুগ্ম আহবায়ক মাসুম রানা প্রমুখ। এর আগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেককাটা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা লীগের সভাপতি ক্বারী ইকরাম ফারুক। উপজেলার ১৪টি ইউনিয়নে পৃথকভাবে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন