স্টাফ রিপোর্টার : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে মানবাধিবার লঙ্ঘন হচ্ছে বলে যুক্তরাষ্ট্র মন্তব্য করছে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করে তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
গতকাল সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশ ও দেশের বাইরে এখনও বাংলাদেশ বিরোধী চক্রান্ত চলছে। যারা অবরোধের নামে টানা তিন মাস মানুষ পুড়িয়ে মানবাধিকার লঙ্ঘন করলো, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সে ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। যারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, তাদের দেশেই বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনাকে বারবার মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পঁচাত্তরের পর বিএনপি-জামায়াত জোট স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করতে চেয়েছিল।
তিনি বলেন, যারা বা যেসব দেশ ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে, তারাই দেশের উন্নতি ও অগ্রযাত্রাকে মেনে নিতে পারছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন