কর্পোরেট রিপোর্টার : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। রোববার তার কার্যালয়ে সাক্ষাৎ করে জাতীয় বাজেট ২০১৬-১৭ তে অন্তর্ভুক্তির জন্য ডিসিসিআইর পক্ষ হতে ৯২টি প্রস্তাবনা উপস্থাপন করেন। ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, ঢাকা চেম্বারের প্রস্তাবনার প্রেক্ষিতে এনবিআর করদাতাদের সম্মানার্থে সীমিতভাবে হলেও ট্যাক্স কার্ড প্রদান শুরু করেছে। তিনি ট্যাক্স কার্ড-এর আওতা বাড়ানোর পাশাপাশি ট্যাক্স কার্ডকে স্মার্টকার্ডে রূপান্তরের প্রস্তাব করেন। ঢাকা চেম্বারের সভাপতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০/- টাকা করার প্রস্তাব করেন। এছাড়াও তিনি কর্পোরেট করের হার ৪৫% থেকে হ্রাস করে ৩৫% করা এবং মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে কর্পোরেট করের হার ৩৭.৫% থেকে হ্রাস করে ৩৫% করার প্রস্তাব করেন। ডিসিসিআই সভাপতি সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) ব্যবহৃত অর্থ সম্পূর্ণ আয়করমুক্ত করার আহŸান জানান। তিনি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে দেশব্যাপী করের আওতা বৃদ্ধির সুপারিশ করেন। তিনি আবাসান খাতে বিদ্যমান মন্দা অবস্থা উত্তরণে রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি প্রত্যাহার করে ট্রান্সফার ফি প্রবর্তনসহ ভ্যাট ১% থেকে ২.৫% পুনঃনির্ধারণ করার প্রস্তাব করেন। ঢাকা চেম্বারের সভাপতি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হতে প্রাপ্ত লভ্যাংশ আয় ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত করা এবং ব্যাংক বহির্ভূত চ্যানেলের মাধ্যমে লেনদেন ৫০ হাজার টাকার পরিবর্তে ১ লক্ষ টাকা করার প্রস্তাব করেন। ডিসিসিআই সভাপতি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা বিবেচনা করে “প্যাকেজ ভ্যাট” বহাল রেখে ২০২১ সাল পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বর্তমানে বিদ্যমান ভ্যাট ১৪,০০০ টাকার স্থলে ১৫,০০০ টাকা করার পাশাপাশি ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর ১০% হারে ভ্যাট বৃদ্ধি করার প্রস্তাব করেন। ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বার্ষিক টার্নওভার এক কোটি টাকার নি¤েœ হলে বার্ষিক টার্নওভারের ওপর ২% হারে টার্নওভার কর প্রদানের সুপারিশ করেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিদ্যমান রেওয়াতি শুল্কহার আগামী অর্থবছরেও বজায় রাখার প্রস্তাব করেন। তিনি পাট পণ্য রপ্তানি খাতে ডিউটি ড্র ব্যাক পদ্ধতি সহজীকরণ করার প্রস্তাব করেন। তিনি আমদানি বিকল্প শিল্প গড়ে তোলা, স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং সম্প্রসারণের লক্ষ্যে চুড়ান্ত পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ শুল্ক হার আরোপের পাশপাশি প্রয়োজনীয় হারে সম্পূরক শুল্ক আরোপ বা বৃদ্ধির প্রস্তাব করেন। ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, দেশের অটোমোবাইল শিল্পের জন্য যথাযথ নীতিমালা প্রণয়ন ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ বাস্তবায়ন করা একান্ত আবশ্যক। তিনি স্টিল ও রিং-রোলিং খাতের অগ্রগতি, স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতের সমৃদ্ধির স্বার্থে বর্তমান অর্থবছরে বিদ্যমান আমদানি শুল্ক (যা ৭০০০ টাকা প্রতি টন) আগামী অর্থবছরেও বজায় রাখার প্রস্তাব করেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, সরকার একটি ব্যবসা-বান্ধব এবং সকলের সাথে আলোচনার মাধ্যমে অংশীদারিত্বমূলক বাজেট প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ হতে বর্তমান অর্থবছরের বাজেট পর্যালোচনাপূর্বক কি ধরনের অগ্রগতি সাধিত হয়েছে তা নির্ধারণের পাশাপাশি আগামী অর্থবছরের জন্য একটি উন্নয়নমুখী বাজেট প্রণয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি রাজস্ব আহরণে এনবিআর এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পার্টনারশিপ আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। ডিসিসিআই সহ-সভাপতি খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, পরিচালক মোহাম্মদ শাহজাহান খান, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, হোসেন আকতার, কামরুল ইসলাম, এফসিএ, মামুন আকবর, মোঃ আলাউদ্দিন মালিক, মোক্তার হোসেন চৌধুরী, রিয়াদ হোসেন, সেলিম আকতার খান, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি হায়দার আহমদ খান, এফসিএ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ এবং ডিসিসিআই মহাসচিব এএইচএম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন