শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আরো ৫ বছর প্যাকেজ ভ্যাট চায় ডিসিসিআই

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কথা বিবেচনা করে আরো ৫ বছর অর্থাৎ আগামী ২০২১ সাল পর্যন্ত ‘প্যাকেজ ভ্যাট’ নির্ধারণের প্রস্তাব করেছে। আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। নতুন আইনে কোনো প্যাকেজ পদ্ধতির ভ্যাট থাকছে না। সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। রোববার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় ডিসিসিআই নেতারা এ দাবি জানান। এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ, এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন, পারভেজ ইকবাল, ফিরোজ শাহ আলম, তন্দ্রা সিকদারসহ ডিসিসিআই ও এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি হোসেন এ খালেদ এক প্রস্তাবনায় বলেন, অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের ৩০ শতাংশের বেশি অবদান রাখে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। তাই এ খাতের ব্যবসায়ীদের কথা বিবেচনা করে ২০২১ সাল পর্যন্ত প্যাকেজ ভ্যাট রাখা জরুরি। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ১৪ হাজার থেকে ১৫ হাজার, অন্যান্য সিটির জন্য ১০ থেকে বৃদ্ধি করে ১২ হাজার, পৌর এলাকায় ৭ হাজার ২শ থেকে ৮ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় ৩ হাজার ৬শ থেকে বৃদ্ধি করে ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এছাড়া দেশের পুঁজিবাজারে বিনিয়োগ দীর্ঘ মেয়াদিভাবে বাড়াতে তালিকাভুক্ত কোম্পানি হতে প্রাপ্ত লভ্যাংশ ৩০ হাজার টাকা করমুক্ত করার প্রস্তাব করেছে ডিসিসিআই। শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সøাবভিত্তিক ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব দেয় এমসিসিআই। বাজেট প্রস্তাবে ব্যবসায়ী সংগঠনগুলো মার্চেন্ট ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউসের কর হার কমানোর দাবি জানানো হয়েছে। এর মধ্যে মার্চেন্ট ব্যাংকের করের হার সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করের হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন