ইনকিলাব ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র বলছেন, তিনি আরবি ভাষায় কথা বলছিলেন এ কারণে তাকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে। এই ছাত্রটির নাম খায়রুলদীন মাখজুমি। গত ৯ এপ্রিল তিনি বিমানে করে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের একটি বক্তৃতা শুনতে যাচ্ছিলেন।
ওড়ার আগে তিনি বিমানের ভেতর থেকেই তার চাচার সাথে ফোনে এ নিয়ে কথা বলছিলেন। কিন্তু তাকে আরবিতে ‘ইন-শা-আল্লাহ’ বলতে শোনার পর বিমানের আরেক যাত্রী তার দিকে আড়চোখে তাকাতে শুরু করেন। এর পরই সাউথওয়েস্ট এয়ারলাইন্সেরর একজন কর্মী তাকে বিমান থেকে নামিয়ে দেন। তিনি আর ওই বিমানে উঠতে পারেননি।
মি. মাখজুমি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ইসলাম-ভীতি এ দেশকে কোথায় নিয়ে গেছে - এটা হচ্ছে তারই একটা দৃষ্টান্ত। আমি এবং আমার পরিবারের এমন অভিজ্ঞতা অনেক হয়েছে, এবার তাতে আরো একটি যোগ হলো।’
একজন শরণার্থী হিসেবে ইরাক থেকে যুক্তরাষ্ট্রে আসা মি. মাখজুমি ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়েন।
সাউথওয়েস্ট বিমান সংস্থা বলেছে, তারা কোন ধরনের বৈষম্য সহ্য করে না এবং মি. মাখজুমি বিমানের ভেতরে ‘হুমকি সূচক বলে মনে হতে পারে এমন মন্তব্য’ করার জন্যই তাকে নামিয়ে দেয়া হয়েছে। সূত্র : বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন