একটা বাচ্চা কাঠবিড়ালির কাছ থেকে রেহাই পেতে এক ব্যক্তিকে পুলিশের সাহায্য নিতে হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম । খবরে বলা হয়, জার্মানির পুলিশ জরুরি সেবা বিভাগে কল করে এক ব্যক্তি জানান একটি কাঠবিড়ালির বাচ্চা তাকে রাস্তায় তাড়া করে বেড়াচ্ছে। এটি কিছুতেই তাকে শান্তি দিচ্ছে না। কার্লসরুহির পুলিশ জানায়, ওই ব্যক্তি নিরুপায় হয়ে তাদের ফোন করে। তবে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে। খবর পেয়ে, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে দেখতে পায় কাঠবিড়ালিটি ওই ব্যক্তিকে তখনো তাড়া করে ফিরছে। তবে নাটকীয়তা আরও বাড়বার আগেই কাঠবিড়ালির ছানাটি ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন