শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

১৫ কার্যদিবসের মধ্যে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের তথ্য দেয়ার নির্দেশ

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ৫ কার্যদিবসের মধ্যে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার সব বাণিজ্যিক ব্যাংকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে ২০১৩ সালের জুলাই থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিল্প গ্রæপের প্রায় ৩৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে। এ বছরের শুরুতে আবারো খেলাপি ঋণ পুনঃতফসিলে ব্যবসায়ীদের ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরইমধ্যে এ সংক্রান্ত প্রায় দুইশ আবেদন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। ঋণ পুনঃতফসিল ও বৃহৎ ঋণ পুনর্গঠনের আওতায় গত তিন বছরে কয়েক কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে। এসব ঋণের বর্তমান অবস্থা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে ১৫ কার্যদিবসের মধ্যে তথ্য প্রেরণের জন্য বলা হয়েছে। পুনঃতফসিল ও পুনর্গঠনের বিশেষ সুবিধার ঋণগুলো গ্রহীতা ঠিকমতো ফেরত দিচ্ছে কিনা, ঠিকভাবে আদায় হচ্ছে কিনা, ঋণটি আবার খেলাপি হলো কিনা, খেলাপি হওয়ায় সেটি পুনঃতফসিল করা হয়েছে কিনা চিঠিতে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন