বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

রোহিঙ্গা হত্যা সভ্য জাতির আচরণ নয় : মাহাথির

এটা স্বীকার করে নিন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের মেনে নিতে হবে, কারণ তারা তাদের নাগরিক কারণ সেখানে তারা বহু প্রজন্ম ধরে বাস করে আসছে। রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের আচরণের কড়া সমালোচনা করে তিনি বলেন, মিয়ানমারের নেতা অং সান সু চি তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন। মাহাথির মোহাম্মদ বলেন, তারা হত্যা এবং ব্যাপকভাবে হত্যাকাÐের মতো কাজ করেছে যা প্রবলভাবে অন্যায়। এটি কোনও সভ্য জাতির আচরণ নয়। বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের গ্রহণ করতে হবে। তারা বংশ পরম্পরায় দেশটিতে বসবাস করছেন। তারা সেখানকার নাগরিক। তাদের নাগরিকত্ব স্বীকার করে নেন। এসময় রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে মিয়ানমারের নেত্রী অং সান সুচির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে বয়সী প্রধানমন্ত্রী মাহাথির। মাহাথির বলেন, সুচি রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে ব্যর্থ হওয়ায় তিনি ‘খুব হতাশ’ হয়েছেন। সোমবার মাহাথির মোহাম্মদ তার সাক্ষাৎকারে মালয়েশিয়া অর্থনীতি, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার, মধ্যপ্রাচ্য ইস্যু, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি এবং তার বিরুদ্ধে ওঠা অ্যান্টি-সেমিটিক অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এপি, এএসএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tarek Aziz ১৬ আগস্ট, ২০১৮, ২:৫২ পিএম says : 0
R8
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন