মোবাইল কলরেট কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কলরেট বাড়ানোর প্রতিবাদে সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন।
সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, ‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নেয়নি। তারা অপারেটরদের স্বার্থে ভয়েস কলের ফ্লোর রেটের কলরেট ২৫ পয়সা থেকে ৪৫ পয়সা করেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তাদের গ্রাহকদের মতামত নেয়া উচিৎ ছিল।’
তিনি বলেন, ‘সঠিক সেবা না পেয়েই বর্তমানে গ্রাহকেরা তুলনামূলক বেশি পয়সা দিয়ে আসছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যয় আরো বাড়বে। এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অনৈতিক সিদ্ধান্ত।’
মহিউদ্দীন আহমেদ জানান, বর্তমান রেটে অপারেটর+আইসিএক্স+ আইজডব্লিউ+এনটিটিএন’র ভ্যাট যোগ করলে কলরেট দাঁড়াবে প্রায় ৫২ পয়সা, যা আগের অফনেটের ফ্লোররেটের সমান।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘শুধুমাত্র অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকচক্ষুর অন্তরালে এই মূল্যবৃদ্ধি মেনে নেয়া যায় না।’
তিনি আরো বলেন, দ্রুত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ জনগণকে ফেরত দেয়ার করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহমেদ ছাব্বীর, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন-অর রশিদ খান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সমাজাতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম প্রমুখ অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন