মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ভাইবস্ হেলথ্কেয়ার (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ভাইবস্ হেলথ্কেয়ার (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাবৃন্দ এমটিবি পে-রোল ব্যাংকিং সুবিধা এবং এমটিবি’র সকল গ্রাহক ও কর্মকর্তাবৃন্দ ভাইবস্ েবিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। ভাইবস্ হেলথ্কেয়ার (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের রিজিওনাল হেড আঁচল শর্মা এবং এমটিবি’র হেড অব পে-রোল ব্যাংকিং, সুলতানা শিকদার অহনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও ওই অনুষ্ঠানে ভাইবস্ হেলথ্কেয়ার (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের একাউন্ট্যান্ট, আহমেদ হোসাইন রানা এবং এমটিবি’র গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার, সামি আল হাফিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন