কর্পোরেট ডেস্ক : আবারও বিবি মাইনাস রেটিং বাংলাদেশের। ফিচ বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমানকে ‹বিবি মাইনাস› অভিহিত করেছে। মঙ্গলবার হংকং থেকে প্রকাশিত ফিচের এক রিপোর্টে টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশের এই ঋণমান (রেটিং) উল্লেখ করা হয়েছে। রেটিংকারী সংস্থাটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান। ‹বিবি মাইনাস› রেটিং-হলো দেশি ও আন্তর্জাতিক মুদ্রায় ঋণগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই রেটিং প্রধানত নির্ভর করে মাথাপিছু আয়, মুদ্রা বিনিময় হার, কর-জিডিপি অনুপাত, সরকারের খরচ করার দক্ষতার ওপর। এগুলো আরও ভালো করা গেলে রেটিং আরও ভালো হবে। ফিচ বলেছে, উল্লেখযোগ্য রাজনৈতিক ঝুঁকি ও ব্যাংকিং খাতের অবস্থা দুর্বল থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রা আয়ে শক্তিশালী অবস্থান এবং উচ্চ ও স্থিতিশীল জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশের এই রেটিং অর্জনে সহায়ক হয়েছে। তৈরি পোশাক রফতানি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়কে বাংলাদেশে অর্থনীতির প্রধান স্তম্ভ বলে উল্ল্যেখ করেছে ফিচ। যা বাংলাদেশের বৈদেশিক লেনদেনে ভারসাম্য ও ঋণ পরিশোধের সক্ষমতায় সহায়তা করে। বাংলাদেশের রাজনৈতিক সংঘাত যদি ফিরে আসে তাহলে দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হবে বলে সংস্থাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন