আল কোরআন
আল্লাহ তাআলাই সর্বদাতা
(অতপর) যদি (সত্যি সত্যিই) তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন, আল্লাহ তাআলা (নিসন্দেহে) প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়।-সূরা নিসা: আয়াত: ১৩০
আল হাদীস
আবু হুরায়রা (রা) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সা) বলেছেনঃ ‘এক উমরাহর পর আর এক উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হাজ্জে মাবরূবের প্রতিদান।’
-বুখারীঃ ১৭৭৩; মুসলিমঃ ১২৪৯
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন