নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটের নামে বিএনপির দূর্গ দখল করতে চায়। জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে নেতাকর্মীা এই আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নাটোর সদর উপজেলার ১২টি ইউনিয়নেই বিজয়ী হয়েছিলেন বিএনপির ১২ চেয়ারম্যান ও বেশীরভাগ সদস্য। গত নির্বাচনে সদরের দু’টি পৌরসভাতেও মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন দুই বিএনপি নেতা। নলডাঙ্গা পাঁচ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠিত হওয়ায় এবারে সদরের ইউনিয়ন সাতটি। বিএনপির দূর্গ নাটোর সদরের এই সাতটি ইউনিয়ন দখলে নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যে কোন ভাবেই ক্ষমতাসীনরা এবারে বিজয়ী হতে চায়। সর্বত্রই সেই প্রচেষ্টাও চলছে। শেষ মুহুর্তেও প্রচারণায় নামতে পারছেন না বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ বৃহস্পতিবার দুপুরে দলীয় অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা কোনভাবেই তাদের প্রচারণায় মাঠে নামতে পারছেন না। বেশীরভাগ এলাকাতেই ক্ষমতাসীনরা দলীয় শ্লোগানের সাথে হুমকি-ধামকি দিয়ে এমনকি ফাঁকা গুলি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন। তারা সর্বত্রই বলে বেড়াচ্ছেন ভোটের দিন যেনো বিএনপির কোন ভোটার বা এজেন্ট ভোট কেন্দ্রে যেতে না পারেন। তারা বিএনপির নির্বাচনী অফিস সহ প্রচারণার মাইক ভেঙ্গে লুটপাট করছেন। সব ইউনিয়নেই পোস্টার ছিঁড়ে ফেলার সাথে চলছে হামলা আর মামলা। তাদের ধানের শীষের প্রার্থীদের মাঠেই নামতে দেয়া হচ্ছে না। ভেঙ্গে দেয়া হয়েছে হালসা ইউনিয়নে বিএনপির নির্বাচনী অফিস। কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। এসবের বিরুদ্ধে নাটোর থানায় ছয় থেকে সাতটি জিডি সংম্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ করা হলে তার একটির ব্যাপারেও কোন তদন্ত করা বা ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি জানান। জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আমিনুল হক বলেছেন, এ সব ঘটনায় থানায় জিডি পর্যন্ত নিতে চায়না। দফায় দফায় সংবাদ সম্মেলন করে মিডিয়ার মাধ্যমে ভোটারদের এ ঘটনা জানানো ছাড়া কিছ্ইু করা যাচ্ছে না। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রবাজদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করা না হয় তা হলে বিএনপি এই প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়াবে। এসব অভিযোগের ব্যাপারে নাটোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল হক বলেন, বিএনপি নিজেদের ভরাডুবি বুঝতে পেরেই আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে। নাটোরের পুলিশ সুপার বলেছেন, নাটোরে সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হবে। কোন ধরনের অপতৎপরতা মানা হবে না। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে বলে তিনি দাবি করেন।
বড়াইগ্রামে মনোনয়নের দাবীতে বিক্ষোভ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহাকে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার মেরিগাছা বাজারে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী মাস্টার, যুবলীগ নেতা আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন