কর্পোরেট রিপোর্ট : বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমমান ও কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দ্বিতীয় বৈঠক আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। রানা প্লাজা বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এটি করা হয়। বাংলাদেশ সরকার এ বছরের বৈঠক আয়োজন করছে। ২০১৪ সালের অক্টোবর মাসের পর থেকে বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কম্প্যাক্টের সব অংশীদার অংশ নেবে। সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এ বৈঠক হবে। এর আগে ২০১৪ সালের অক্টোবর মাসে ব্রাসেলসে প্রথম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন