শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আমাদের আন্দোলন এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে -বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৩০ পিএম

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার সভাপতি, সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমাদের আন্দোলন এই অগণতান্ত্রিক সরকাররের ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে। আমরা একটি গণতান্ত্রিক সরকার বিনির্মাণের আন্দোলনের আহ্বান করছি। এই আন্দোলনের সাথে যারাই যুক্ত হতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাবো।  আমরা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে এই সৈরাচরি সরকারের পতন ঘটাব।
 
শনিবার সন্ধায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে ‘প্রজন্ম বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাসদের (জেএসডি) সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ.স.ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশের প্রধান মহি বি চৌধুরী।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন