শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

জমে উঠেছে আইসিটি মেলা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : জমে উঠছে ডিজিটাল আইসিটি মেলা। রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে চলছে এ মেলা। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এ মেলায় প্রযুক্তি পণ্যের ওপরে মূল্যছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ ছাড় ও উপহার। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছেন। মেলা চলাকালে প্রতিদিন র্যাফেল- ড্রয়ের মাধ্যমে থাকছে ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, টি-শার্টসহ নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ। মার্কেটের দোতলায় মেলায় এন্ট্রি পাশের ফ্রি মুভি দেখার সুব্যবস্থা করা হয়েছে। ফ্রি ইন্টারনেট, ওয়াইফাই ও গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে মেলায়। কয়েকজন তরুণ মেলায় ঘুরে ঘুরে তথ্যপ্রযুক্তির বিভিন্ন পণ্য দেখছেন এবং পণ্য সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন