শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি নালিশের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে -ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতিক দাবা খেলায় হেরে গিয়ে বিএনপি এখন নালিশের রাজনীতির ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে নোয়াখালীর ঐতিহ্যবাহী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবার্ষিকী উদ্যাপন ও প্রাক্তন ছাত্র পূর্ণমিলনী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী ইউপি নির্বাচন বিষয়ে বলেন, চলমান ইউপি নির্বাচনে বিভিন্ন স্থান থেকে তৃণমূলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি এসব মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে মন্ত্রী বলেন, ইতিবাচক পরিবর্তনের মানসিকতা নিয়ে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের বিকাশ ঘটবে। শতবর্ষিকী উদ্যাপন পরিষদের আহবায়ক আবু নাছেরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি’র উপাচার্য ড. এম অহিদুজ্জামান, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন