বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

গত পাঁচ অর্থ বছরে বিদেশী পর্যটকদের মাধ্যমে আয় সাড়ে ৪ হাজার কোটি টাকা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : গত পাঁচ অর্থবছরে বিদেশী পর্যটকদের মাধ্যমে আয় হয়েছে ৪ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা। বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে চট্টগ্রাম-১১ আসনের সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বলেন, ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছরে বিদেশী পর্যটকদের মাধ্যমে ৪৪ হাজার ৪৬৬ দশমিক ৫৭ মিলিয়ন বা ৪ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা আয় হয়েছে। তথ্যানুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে আয় হয় ১১ হাজার ৬২১ দশমিক ৫৪ মিলিয়ন টাকা। ২০১৩-১৪ অর্থবছরে ১০ হাজার ৯৯৫ দশমিক ২৭ মিলিয়ন। ২০১২-১৩ অর্থবছরে ৮ হাজার ৪৭৫ দশমিক ৬৫ মিলিয়ন। ২০১১-১২ অর্থবছরে ৭ হাজার ৪৩৫ দশমিক ৪৫ মিলিয়ন এবং ২০১০-১১ অর্থবছরে আয় হয়েছে ৫ হাজার ৯৩৮ দশমিক ৬৬ মিলিয়ন। সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশী পর্যটকদের বাংলাদেশে ভিজিটের জন্য নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। মহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অধিক সংখ্যায় বিদেশী পর্যটক আকৃষ্ট করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন